আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর ৷৷ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটল জাতীয় স্কুল জিমন্যাস্টিক্স। বুধবার সন্ধ্যায় এন এস আর সি সি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক সুশান্ত চৌধুরী, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব মানিক সাহা, ক্রীড়া দপ্তরের সচিব সমরজৎ ভৌমিক প্রমুখ। এদিন অনুরধ-১৭বালিকা বিভাগের অল রাউন্ডে ৩৮.৯৫০ পয়েন্ট দ্বিতীয় স্থান পেয়েছে রাজ্যের মেয়ে প্রিয়াঙ্কা দাসগুপ্ত।