আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর ৷৷ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাৎ করলেন রাজ্যের ২৫ জন ছাত্র। জানা যায়, আসাম রাইফেলসের উদ্যোগে রাজ্যের ২৫ জন ছাত্রকে ১০ দিনের জাতীয় সংহতি ভ্রমণের অঙ্গ হিসাবে দেশের বিভিন্ন রাজ্যের ঐতিহাসিক স্থান ভ্রমনের জন্য নিয়ে যাওয়া হয়। ভ্রমণকালে ছাত্ররা রাষ্ট্রপতি ভবন ঘুরে দেখেন। রাষ্ট্রপতি ভবনের রাইসিনা হিলস ঘুরে দেখে ছাত্ররা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাৎ করেন বলে জানা গেছে।