দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৩ ডিসেম্বর ।। বছরের ৩৬৫ দিনই C.P.I.(M)-র কর্মসূচী কোথাও না কোথাও অনুষ্ঠিত হয়ে থাকে। সেই ক্ষেত্রে বর্তমানে গোটা রাজ্যে চলছে C.P.I.(M)-র অঞ্চল ভিত্তিক সন্মেলনের পালা। শনিবার, এ ডি নগর স্কুল মাঠে C.P.I.(M)-র ৪র্থ বড়দোয়ালী অঞ্চল সন্মেলন অনুষ্ঠিত হয়। বক্তারা কেন্দ্রীয় সরকারের অনুসৃত নীতিতে তীব্র সমালোচনা করেছেন, রাজ্যের প্রশ্নে ঐক্যের প্রয়োজনীয়তায় বলেছেন ত্রিপুরার সাম্প্রতিক উন্নয়নে সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে শান্তি, রাজ্যে শান্তি নষ্টের চক্রান্ত চলছে সতর্ক থাকতে হবে ত্রিপুরাবাসীকে। C.P.I.(M)-র রাজ্য সম্পাদক বিজন ধর তাঁর ভাষনে কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি রাজ্যের পরিস্থিতি তুলে ধরেন।