বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ ডিসেম্বর ৷৷ বামকর্মীদের বিভ্রান্তমূলক প্রচার থেকে দূরে থাকার জন্য আহ্বান জানান বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শান্তির বাজার বিজেপি পার্টি অফিসে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সন্মেলনের মূল লক্ষ্য আসন্ন পৌরসভা উপনির্বাচনে শান্তির বাজারে ১৩টি ওয়ার্ডের মধ্যে ৫ টি ওয়ার্ডে ভোট হতে চলছে। বাকি ৮ টি ওয়ার্ডে বিজেপি বিনাপ্রতিদন্দিতায় জয়ী হয়েছেন। ৫ টি ওয়ার্ডে বিজেপির বিরোধি হিসাবে সি পি আই (এম) প্রার্থীরা প্রতিদন্দিতা করছে। এই সকল এলাকায় সি পি আই (এম) প্রচার না করে বিগত দিনের কিছু ফটো দিয়ে ভোট প্রচার করছে। এই অপপ্রচারের বিরুদ্ধে শান্তির বাজারের জনগনকে সচেতন করার লক্ষ্যে এই সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সন্মেলনের মধ্যদিয়ে আসন্ন পুরপরিষদ উপনির্বাচনের শেষ প্রচারের জানান দেন বিজেপি কর্মীরা। আগামী ২৫ শে ডিসেম্বর শান্তির বাজার সমর চৌধুরী স্মৃতি মার্কেটে শান্তির বাজার পুর পরিষদের ১৩টি ওয়ার্ডের লোকজনদের নিয়ে বিশাল আকারে জমায়েত করা হবে বলে সংবাদ মাধ্যমের সামনে জানান নেতৃত্বরা। সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিন জেলার সাধারন সম্পাদক তথা পুরপরিষদের ৩নং ওয়ার্ডের বিজেপি মনোনিত প্রার্থী শ্যামলাল দেবনথ, বিজেপির দক্ষিন জেলার কৃষান মোর্চার সভাপতি তথা শান্তির বাজার পুরপরি দের ৯নং ওয়ার্ডের প্রার্থী সত্যব্রত সাহা, বিজেপির দক্ষিনজেলার জেলা কমিটির সদস্য ডাঃ নিলয় রতন সুর, প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, শান্তির বাজার পুর পরিষদের উপনির্বাচনের বিজেপি মনোনিত ১৩টি ওয়ার্ডের প্রার্থী ও অন্যান্য নেতৃবৃন্দ।