আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর ৷৷ মর্মান্তিক পথ দূর্ঘটনায় প্রান গেল ৩ জনের। ঘটনা শনিবার সন্ধ্যায় আমতলী অজাচক আশ্রমের সামনে। জানা যায়, একটি অল্টো গাড়ি একটি যাত্রীবাহি অটোকে ধাক্কা দিলে অটোতে থাকা সি এন জি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। তাতে ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে যায় অল্টো গাড়ি, অটো সহ অটোতে থাকা তিন জন যাত্রী। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।