বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ ডিসেম্বর ৷৷ নিজ বাড়ীতে বড় ভাইয়ের সাথে খেলা করতে গিয়ে গরম জলে পরে আহত হয় এক শিশু। ঘটনার বিবরনে জানা যায়, শনিবার সকালে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুহুরিপুর শঙ্করপুর এলাকার বাসিন্দা সুকান্ত মালাকারের দের বছরের ছেলে অঙ্কন মালাকার নিজ বাড়ীতে বড় ভাইয়ের সঙ্গ খেলা করতে গিয়ে গরম জলের পাত্রের মধ্যে ছিটকে পরে যায়। গরম জলে পরার সঙ্গে সঙ্গে অঙ্কনের শরিরের অধিকাংশ জায়গা পুরে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে অঙ্কনকে মুহুরিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক অঙ্কনের অবস্থা আশঙ্কাজনক দেখে অঙ্কনকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন কিন্তু শান্তির বাজার জেলা হাসপাতালে পুরে যাওয়া রোগিদের রাখার জন্য কোনো প্রকার ওযার্ড না থাকার কারনে সেখানকার কর্তব্যরত চিকিৎসক অনুপ কুমার লাহা অঙ্কনকে পুনরায় গোমতী জেলা হাসপাতালে রেফার করেন। এই দুর্ঘটনায় শঙ্করপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে।