বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ ডিসেম্বর ৷৷ ৩৬ শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত তৈনানী ছয়ঘরিয়া বেনু বন বুদ্ধ বিহারে শনিবার রাতে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে দুই দিন ব্যাপী বুদ্ধ মেলার শুভ শুচনা করেন মাতারবাড়ী এলাকার বিধায়ক বিপ্লব কুমার ঘোষ মহোদয়। সোমবার এই মেলার পরিসমাপ্তি ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, মাতারবাড়ী আর ডি ব্লকের বিডিও শ্রীযুক্ত সৌরভ দাস, টি টি এ এ ডি সি –র এম ডি সি জয়বাহাদুর জমাতিয়া, প্রাক্তন ডেপুটি স্পীকার তথা বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান গৌরিশঙ্কর রিয়াং, বিশিষ্ট সমাজসেবী সত্যব্রত সাহা প্রমুখ। মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানের সমাগম ঘটে।