বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ ডিসেম্বর ৷৷ বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের শূন্য আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। এদিন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। এই উপ-নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন ভোটে নিযুক্ত কর্মীরা। রাত পোহালেই শুরু হতে চলছে পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের শূন্য আসনে উপ-নির্বাচন। শান্তিরবাজার মহকুমার ৫টি ওয়ার্ডে ভোট হতে চলছে। এই ভোট উপলক্ষ্যে ভোটে নিযুক্ত কর্মীরা এবং আরক্ষা প্রশাসনের লোকজন যে যার যার ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। শান্তিরবাজার পৌর পরিষদের যে ৫টি ওয়ার্ডে ভোট হতে চলছে সেগুলি হলো ৩ , ৫, ৬, ৯, ১০নং ওয়ার্ড। এর মধ্যে ৩নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭০১ জন যার মধ্যে ৩৫৩ জন পুরুষ ও ৩৪৮ জন মহিলাভোটার। ৫ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬৪১ জন যারমধ্যে ৩২৮ জন পুরুষ ও ৩১৩ জন মহিলা। ৬নং ওয়ার্ডে ভোটার সংখ্যা মোট ৪৭৩ জন, যার মধ্যে ২৪২ জন পুরুষ ও ২৩১ জন মহিলা। ৯নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৯২৩ জন, যার মধ্যে ৪৬৯ জন পুরুষ ভোটার ও ৪৫৪ জন মহিলা ভোটার। ১০নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭৭২ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৩৭৭ জন ও মহিলা ভোটার ৩৯৫ জন। এই সকল ভোট কেন্দ্রে বিজেপি’র প্রতিদন্দিতা করছে সি পি আই (এম)। ভোটকে কেন্দ্র করে ভোট কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজেপি মনোনিত প্রার্থীরা গিয়ে নিজ নিজ এলাকার ভোট কেন্দ্রগুলি পরিদর্শন করছেন।
ইয়ল্লেখ্য, ভোট গননা হবে ২৮শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮টা থেকে। ৩০ ডিসেম্বরের মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।