আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ আগামী ৩০শে ডিসেম্বর, ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে টেট পরীক্ষা। জানা যায়, গুণগত শিক্ষক নিয়গে চলতি বছরে দ্বিতীয় দফায় ৩০শে ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯ টা থেকে শুরু হবে টেট ওয়ান এবং দুপুর ২টা থেকে শুরু হবে টেট টু পরীক্ষা। জানা যায়, এম বি বি কলেজ, বীর বিক্রম মেমোরিয়াল কলেজ এবং মহিলা মহাবিদ্যালয় এই তিনটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ত্রিপুরা টেট রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে জানা যায়, টেট ওয়ানে পরীক্ষার্থী সংখ্যা ২২৩০ জন এবং টেট টু তে পরীক্ষার্থী সংখ্যা ২৮৩৫ জন।