আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ ৭৪তম জনশিক্ষা দিবস পালন করলো ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে পালিত হয় জনশিক্ষা দিবস উদযাপন কর্মসূচী। অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, রাজ্যে বর্তমান রাজ্য সরকারের শাসনকালে আইনের শাসন নেই। তিনি বলেন, জঙ্গলের শাসন চলছে রাজ্যে। তিনি বলেন, উপ-নির্বাচনে সন্ত্রাসের পথে হেঁটে বিরোধীদের অধিকাংশ জায়গায় প্রতিদ্বন্দীতা করার সুযোগ দেয় নি শাসকদল বিজেপি।