আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া রাজ্যের পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের শূন্য আসনে উপ-নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছে বামফ্রন্ট। সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পবিত্র কর জানান, উপ-নির্বাচনে সন্ত্রাসের পথে হেঁটে বিরোধীদের অধিকাংশ জায়গায় প্রতিদ্বন্দীতা করার সুযোগ দেয়নি শাসকদল বিজেপি। উপ-নির্বাচনের নামে প্রহসনের সৃষ্টি করেছে শাসকদল বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে বিরোধীদের উপর আক্রমন করা হয়েছে। তিনি বলেন, বিজেপির আক্রমনের হাত থেকে রক্ষা পেলেন না প্রাক্তন অর্থ মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সাহা।
বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে আগরতলা পুর নিগমের ৪টি ওয়ার্ড থেকে প্রার্থী তুলে নিয়েছে বামফ্রন্ট।