আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর ৷৷ আচমকা আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি চলন্ত বাইক। ঘটনা শুক্রবার দুপুরে তেলিয়ামুড়া থানার সামনে। জানা যায়, তেলিয়ামুড়া থানার সামনে আসতেই টি আর ০১ কে ৫৪৬৬ নম্বরের একটি বাইকে আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সাথে সাথেই চালক বাইক ফেলে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আতঙ্ক ছড়ায় তেলিয়ামুড়া বাজার এলাকায়।