উপ-নির্বাচনে বিজেপির জয় জয়কার, ১টি পেলো সি পি আই (এম)

bjpআপডেট প্রতিনিধি, আগরতলা ২৮ ডিসেম্বর ৷৷ রাজ্যের পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের শূন্য আসনে উপ-নির্বাচনে বিজেপির জয় জয়কার। বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে আগরতলা পুর নিগমের ৪টি ওয়ার্ড থেকে প্রার্থী তুলে নিয়েছিল বামফ্রন্ট। ফলে আগরতলা পুর নিগমের ৪টি ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিজেপি।
বৃহস্পতিবার মোট ৬৭টি আসনে যে ভোট গ্রহণ হয়েছিল। তার মধ্যে ৬৬টিতেই জয়লাভ করে বিজেপি। পানিসাগরের একটি ওয়ার্ডে জয়লাভ করে সি পি আই (এম)। গোটা রাজ্যে পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের সব মিলিয়ে ১৫৮টি আসনের উপনির্বাচনে বিজেপির ঝুলিতে ১৫৭টি। বিজেপির প্রাপ্ত ভোটের হার ৯৯.৩৭ শতাংশ।
বিশালগড় পুর পরিষদের ১নং, ২নং ৩নং, ৫নং, ৬নং এবং ৮নং ওয়ার্ডেও জয়লাভ করে বিজেপি।
কৈলাসহর পুর পরিষদের ৩নং, ৫নং, ৭নং, ১০নং, ১২নং এবং ১৪নং ওয়ার্ডেও জয়লাভ করে বিজেপি।
কাজ। শান্তির বাজার পৌর পরিষদ উপনির্বাচনে মোট ১৩টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডে ভোট হয়। এই ৫টি ওয়ার্ডে বিজেপি মনোনিত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হন।
পুর উপ-নির্বাচনে বিজেপির বিপুল জয়ে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। তিনি জানান, মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। এই রায় গণতন্ত্রকে শক্তিশালী করেছে। পাশাপাশি উপভোটে বিজেপির বিপুল জয়ে ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক।
জয়ের পর বিজয়ী প্রার্থীদের নিয়ে আনন্দে মেতে উঠতে দেখা যায় দলীয় কর্মীসমর্থকদের।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*