১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কুম্ভমেলা, রাজ্যপাল ও মন্ত্রীদের আমন্ত্রণ জানালো মহেন্দ্র সিং

pcআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর ৷৷ আগামী ১৫ জানুয়ারি, ২০১৯ থেকে শুরু হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজ শহরে মহাকুম্ভ মেলা। চলবে ৪ মার্চ, ২০১৯ পর্যন্ত। সম্প্রতি ইউনেস্কো এই মেলাকে বিশ্বের বৃহত্তম মেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই কুম্ভ মেলার এবার নাম দেওয়া হয়েছে ‘প্রয়াগরাজ’। শুক্রবার সন্ধ্যায় মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন উত্তরপ্রদেশের গ্রাম-উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডঃ মহেন্দ্র সিং। তিনি জানান, এবার কুম্ভ মেলা ৩২০০ হেক্টর জায়গাজুড়ে আয়োজন করা হচ্ছে। এই মেলায় গোটা দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ কোটি লোকের সমাগম হবে। এজন্য ইতোমধ্যে মেলার জন্য ১০০ কিলোমিটার দীর্ঘ বৈদ্যুতিক লাইন স্থাপন, ৮০০ কিলোমিটার পাইপলাইন স্থাপন, মোট ৪৩টি থানা স্থাপন ও ৩টি মহিলা থানা স্থাম্পন করা হয়েছে। পাশাপাশি ৫ হাজার ক্যাম্প স্থাপন করা হয়েছে, সেখানে ভক্তরা থাকবেন। উত্তরপ্রদেশের গ্রাম-উন্নয়ন দপ্তরের মন্ত্রী বলেন, মেলার নিরাপত্তার জন্য ৫০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়েছে। তাছাড়া ৯৫টি পার্কিং প্লট তৈরি করা হয়েছে। ২০০টি ওয়াটার এ টি এম বসানো হয়েছে। ১,১৩৫টি সিসি টিভি ক্যামেরা লাগানো হয়েছে। তিনি বলেন, মেলায় বিভিন্ন ব্যাংকের শাখা, এ টি এম বুথ সহ বিভিন্ন দেশের মুদ্রা এক্সেঞ্জের কাউন্টার করা হয়েছে। তিনি বলেন এই কুম্ভ মেলার এবারের বাজেট ধরা হয়েছে ৪ হাজার ২০০ কোটি টাকা। তিনি বলেন, মেলায় বিশ্বের ৯২টি দেশের পতাকা লাগান হবে। মেলায় উপস্থিত থাকার জন্য রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান উত্তরপ্রদেশের গ্রাম-উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডঃ মহেন্দ্র সিং।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*