বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ ডিসেম্বর ৷৷ আবারো রাতের আধারে আগুন লেগে ঠাকুর ঘর সহ ভস্মীভূত হলো ৮টি দোকান। ঘটনার বিবরনে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া পশ্চিম চড়কপাই বাজারে শুক্রবার রাত্রি আনুমানিক ১টায় এই অগ্নিকান্ড ঘটে। এই অগ্নীকান্ডে বাজারে একটি ছোট রামঠাকুরের মন্দির সহ ৮টি দোকান পুরে ভস্মীভূত হয়ে যায়। গত দের মাস আগেও এই বাজারে অগ্নিকান্ড ঘটে। এই নিয়ে এই বাজারে তিন থেকে চারবার অগ্নিকান্ড ঘটে। দোকানদারদের দাবি এটি একটি পরিকল্পীত ঘটনা। প্রতিনিয়ত পরিকল্পীত ভাবে এই বাজারে আগ্নিকান্ড ঘটিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা, এমনটাই অভিযোগ দোকানদারদের। এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানদাররা হলো বিমল সরকার, বিমল দাস, সজল দেবনাথ, বাসু দেবনাথ, প্রদীপ শীল, সপন দাস, মানিক দেবনাথ এবং সাধন দাস। এইসকল ব্যাবসায়ীদের আয়ের একমাত্র উৎস ছিল এই দোকানগুলি। এই দিনের অগ্নিকান্ডে সর্বশান্ত হয়ে গেছেন এই ব্যাবসায়ীরা। উনাদের অভিযোগ, অগ্নিকান্ডের ঘটনা জানার পর শান্তির বাজার অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলেও তারা সঠিক সময়ে আসেনি। আগুনে সব দোকান ঘর ভস্মীভূত হবার পর দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছান বলে অভিযোগ ব্যাবসায়ীদের। অপরদিকে অগ্নিকান্ডের ঘটনা শুনে শনিবার সকালবেলা ঘটনাস্থলে পৌঁছান জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি তাপস দত্ত, জোলাইবাড়ী পঞ্চায়েত সদস্য বিকাশ বৈদ্য ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। উনারা ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাগ্রস্থ ব্যাবসায়ীদের প্রতি সমবেদনা জানান ও সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বলে আশস্ত করেন।