আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর ৷৷ জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে। এই মরশুমের সবচাইতে শীতলতম দিন অতিবাহিত হল শনিবার। আগরতলা ও পাশ্ববর্তী এলাকায় তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে প্রায় ৭.৪ ডিগ্রি সেলসিয়সে। সন্ধ্যা হতেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে রাজধানীসহ গোটা রাজ্য। কুয়াশার কারণে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে পাশাপাশি ব্যাহত হয় স্বাভাবিক জনজীবনও। আগামী দু-তিন দিন তাপমাত্রা উঠানামা করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।