আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর ৷৷ আহত দলীয় কর্মীদের দেখতে আগরতলা জি বি হাসপাতালে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধীদলনেতা মানিক সরকার। সোমবার দুপুরে সি পি আই (এম) দলের আহত দু’জন কর্মীকে দেখে এলেন তিনি। সেখানে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পারিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ধলাই জেলার কমলপুর এলাকায় দুষ্কৃতিকারীরা সি পি আই (এম) দলের সমর্থকদের ওপর আক্রমণ চালায়। এতে ১০-১২ দলীয় সদস্য আহত হয়। এদের মধ্যে দু’জন নারী গুরুতর হওয়ায় তাদের আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।