রক্ত শূন্যতা শান্তিরবাজার জেলা হাসপাতালে

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ জানুয়ারি ৷৷ বিগত ১৫ দিন যাবৎ শান্তিরবাজার জেলা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই। এই রক্তশূন্যতায় বিপাকে পরতে হচ্ছে রোগি সহ রোগির আত্মীয় পরিজনদের। মঙ্গলবার সন্ধ্যায় সাব্রুম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে এক মহিলা রোগিকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। শান্তিরবাজার জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অনুপ কুমার লাহা রোগির অবস্থা আশঙ্কাজনক দেখে রোগির আত্মীয় পরিজনদের জানান রোগির রক্তের প্রয়োজন, রক্তের ব্যাবস্থা করতে হবে। কারন শান্তিরবাজার জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই। এই কথা শুনে রোগির আত্মীয় পরিজন হতাশ হয়ে পরেন। পরবর্তীসময় এই রোগির আত্মীয় পরিজনের আত্মনাদ শুনে হাসপাতালে প্রদীপ শীল নামে এক কর্তব্যরত সিকিউরিটি গার্ড মহিলাকে রক্ত প্রদানে এগিয়ে আসেন। প্রদীপ শীলের এই উদার মানসিকতায় কৃতঞ্জতা জানিয়েছেন রোগির আত্মীয় পরিজনরা। রক্তশূন্যতার কারন কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে চাইলে চিকিৎসক জানান, বিগত অনেকদিন যাবৎ এই ভাবেই চলে আসছে এই হাসপাতালে। কোনো রোগির জন্য যদি রক্তের প্রয়োজন হয় তাহলে রোগির আত্মীয় পরিজনদের নিজেদেরকেই রক্তের ব্যাবস্থা করতে হয়। তাই শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসকদের একটাই দাবী মুমুর্ষ রোগির সহয়তায় ও হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের রক্তশূন্যতা মেটাতে শান্তির বাজারের লোকজন ও বিভিন্ন ক্লাবগুলি যেন এগিয়ে আসে। রক্তদান শিবিরের মধ্যদিয়েই এই রক্তের শূন্যতা পূরন করা যাবে বলে জানান হাসপাতালের চিকিৎসকরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*