আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জানুয়ারি ৷৷ ইংরেজী নববর্ষের শুরুতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা। মঙ্গলবার এই সাক্ষাৎকার পর্বে রাজ্য পুলিশের মহানির্দেশক মুখ্যমন্ত্রীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লার সাথে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরা।