আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জানুয়ারি ৷৷ নতুন ইংরেজী বছরের প্রথম দিনে মহাকরণের কর্মসংস্কৃতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার মহাকরণ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। মহাকরণের কর্মচারীদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি কোথায় সমস্যা রয়েছে সেই বিষয়েও খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। মহাকরণ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি কুমার অলক সহ অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনকালে মহাকরণের দেওয়ালে লাগানো বেসরকারি প্রতিষ্ঠানের ক্যালেন্ডার নিয়ে এবং বিভিন্ন অফিস রুমের ভেন্টিলেশন নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী মহাকরণের ভিন্ন আধিকারিকদের রুম ঘুরে দেখেন। মহাকরণের টয়লেট পরিচ্ছন্ন কিনা তাও নিজে খতিয়ে দেখেন তিনি। পাশাপাশী এদিন তিনি মহাকরণের বাইরের অংশও ঘুরে দেখেন।