বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ জানুয়ারি ৷৷ মুষ্ঠিমেয় লোকজনদের নিয়ে অনুষ্ঠিত হলো ৭৪তম জনশিক্ষা দিবস। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু অঞ্চলের প্রতিছরি মুড়াসিং পাড়ায় বুধবার বিকেল আনুমানিক ২টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন বনমন্ত্রী নরেশ জমাতিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টি টি এ এ ডি সি’র যুব ও ক্রিড়া কল্যাণ দপ্তরের মন্ত্রী পরিক্ষীত মুড়াসিং, প্রাক্তন মুখ্যসচেতক বাসুদেব মজুমদার, সঞ্জীব মারাক প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা সকলের সামনে তুলে ধরেন। বক্তব্যের মধ্যদিয়ে জনশিক্ষা দিবস উৎযাপনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে পুণরায় ত্রিপুরাতে সি পি আই (এম)-র সরকার গড়ে তোলার আহব্বান জানান।