আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জানুয়ারি ৷৷ আগামী ৫ই জানুয়ারী রাজ্য সফরে আসছেন সর্বভারতীয় বিজেপি’র সভাপতি অমিত শাহ। জানা যায়, এদিন সকাল ৯টা ১৫ মিনিটে নয়া দিল্লী থেকে রওনা দিয়ে ১২টা ৩৫ মিনিট নাগাদ আগরতলার এম বি বি বিমানবন্দরে প্রস্থান করবেন তিনি। সেখান থেকে তিনি চলে যাবেন রাজ্য অতিথিশালায়। জানা যায়, এদিন দুপুর ২টা থেকে আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত দলের পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে যোগ দেবেন তিনি। তারপর ৫টা ৩০ মিনিট থেকে বিজেপি রাজ্য কমিটির পদাধিকারী এবং নীতি নির্ধারণ কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠক শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাজ্যের মন্ত্রীসভার সদস্যদের সাথে বৈঠকে যোগ দেবেন আসছেন সর্বভারতীয় বিজেপি’র সভাপতি অমিত শাহ। বুধবার সাংবাদিক সম্মেলনে করে এই বিষয়ে বিস্তারিত জানান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক।