আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জানুয়ারি ৷৷ শুরু হল ৪৬তম রাজ্যভিত্তিক বিজ্ঞান, অংক এবং পরিবেশ মেলা ও প্রদর্শনী। বুধবার রাজধানীর মহারাণী তুলসীবতি বালিকা বিদ্যালয়ে এই মেলার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ৪৬তম রাজ্য ভিত্তিক বিজ্ঞান, অংক এবং পরিবেশ মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাতে আই টি হাব গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে বহু কর্মসংস্থান হবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, বিধায়ক আশিষ কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, রাজস্বমন্ত্রী ও বিধায়ক সহ উপস্থিত অতিথিরা ছাত্র-ছাত্রীদের তৈরী করা প্রদর্শনীগুলি ঘুরে দেখেন।