রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো সুদীপ রায় বর্মন ফ্যান ক্লাব

sdবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ জানুয়ারি ৷৷ দক্ষিন ত্রিপুরায় রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো সুদীপ রায় বর্মন ফ্যান ক্লাব। বিগত অনেকদিন যাবৎ শান্তিরবাজার জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে ও বিলোনীয়া হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলি ছিলো রক্তশূন্য অবস্থায়। এই রক্ত শুন্যতা মেটাতে এগিয়ে এলো শান্তির বাজারের সুদীপ রায় বর্মন ফ্যান ক্লাব। এই ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় শান্তিরবাজার উইনাইটেড ব্যাঙ্কের সামনে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন, ৩৬-শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, সুদীপ রায় বর্মন ফ্যান ক্লাবের চেয়ারম্যান বিপ্লব বৈদ্য, বিশিষ্ট সমাজ সেবী সত্যব্রত সাহা প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ক্লাবকে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য সাধুবাদ জানান। অপরদিকে বীরচন্দ্রমনুতে ডাক্তারের উপর আক্রমনের তীব্র প্রতিবাদ জানান। স্বাস্থ্যমন্ত্রী উনার বক্তব্যের মধ্যদিয়ে আসামীর কঠোর শাস্তির দাবি জানিয়ছেন। রাজ্যে বর্তমানে রক্তের সংকট রয়েছে। তাই সকলে যদি প্রতি তিন মাস অন্তর অন্তর রক্তদানে এগিয়ে আসে তাহলে খুব কম সময়ের মধ্যে এই রক্ত শূন্যতা কাটিয়ে উঠা যাবে বলে আশা ব্যাক্ত করেন। এদিন সুদীপ রায় বর্মন ফ্যান ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরে মোট ৪৩ জন রক্তদান করেন। যার মধ্যে এই রক্তগুলি ২২ ইউনিট শান্তির বাজার জেলা হাসপাতালে রাখা হয়েছে ও বাকি ২১ ইউনিট বিলোনীয়া জেলা হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে। শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসকরা আরো বিপুল পরিমানে রক্তদান শিবিরের জন্য বিশেষ আহব্বান করেছেন। এই ২২ ইউনিট রক্তদিয়ে বেশিদিন যাবেনা তাই অল্প সময়ের জন্য কষ্ট নিবারন হলেও আগামী দিনের কথা মাথায় রেখে রক্তদানে শান্তির বাজারের অন্যান্য ক্লাব গুলিও যেন এগিয়ে আসে তারা জন্য চিকিৎসকরা বিনম্র আবেদন রেখেছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*