জাতীয় ডেস্ক ।। কয়েক সপ্তাহ আগেই ঘূর্ণিঝড় ‘পেটি’ তোলপাড় করেছিল অন্ধ্র প্রদেশ, ওড়িশা এবং দক্ষিণ বঙ্গ। এবার আসছে আরও এক ঘূর্ণিঝড় ‘পাবুক’। এই নামকরণ করেছে লাওস। বর্তমানে ‘পাবুক’ পোর্ট ব্লেয়ার থেকে ১৫০০ কিলোমিটার দূরে কেন্দ্রীভূত রয়েছে। ক্রমশ তা আন্দামান ও নিকোবর এবং ওড়িশার দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ওড়িশা। সতর্ক করা হয়েছে রাজ্যের ৭ জেলাকে। এগুলি হল ভদ্রক, বালাসোর, জগতসিংহপুর, কেন্দ্রপাড়া, পুরী, গঞ্জাম ও খুরদা। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। রাজ্য সরকারের পক্ষ থেকে ওই সতর্কবার্তায় বলা হয়েছে, পোর্ট ব্লেয়ার থেকে ১৫০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে কেন্দ্রীভূত হয়েছে ঘূর্ণিঝড় ‘পাবুক’। এটি ক্রমশ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরছে। ৫ই জানুয়ারি দুপুরে এই ঝড় আন্দামানে পৌঁছতে পারে। এরপর এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে যাবে। পরে এটি মায়ানমারের দিকে ঘুরে যাবে। তবে পাবুকের প্রভাবে রাজ্যে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।