আপডেট প্রতিনিধি, ০৪ জানুয়ারি ৷৷ ফিরে এল পাশ-ফেল প্রথা। ফের পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ-ফেল প্রথা চালু হচ্ছে। শুক্রবার রাজ্যসভায় ‘শিক্ষা অধিকার আইন’ বিল পাশ হয়েছে। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার পক্ষে সায় দেয় ভারতের ২৫টি রাজ্য।