জোর কদমে চলছে পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবের প্রস্তুতি

plkবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ জানুয়ারি ৷৷ হাতেগুনা আর কয়েকদিন পর শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব। আগামী ৮ই জানুয়ারী ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে এই মেলার শুভ সূচনা হবে বলে জানান মেলা কমিটির সদস্যরা। এবারকার মেলার প্রধান দায়িত্বে রয়েছেন দক্ষিন ত্রিপুরা জেলার জেলা পরিষদের সদস্য তথা বিজেপি’র দক্ষিন ত্রিপুরা জেলার সভাপতি বিভিষন দাস, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি তাপস দত্ত, মেলা কমিটির আহব্বায়ক হিসাবে রয়েছেন শান্তিরবাজার মহকুমা শাসক অনিমেষ দেবর্বমা প্রমুখ। এছার ১০০ জনকে নিয়ে মেলা কমিটি গঠন করা হয়েছে বলে জানাযায়। এই মেলায় আনুমানিক ২০টির মতো সরকারী স্টল থাকবে বলে জানান মেলা মিটির লোকজন। ইতিমধ্যে জোর কদমে চলছে মেলা প্রস্তুতির কাজ। মেলা কমিটির লোকজন জানান, এই পিলাক মেলাকে সার্বিক উন্নয়নে রাজ্য সরকার যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই দাবি রাখবেন। উনাদের বিশ্বাস আগামী ৮ , ৯, ১০ এই তিনদিন ব্যাপী মেলায় হাজারো হাজারো লোকজনদের সমাগম ঘটবে। এখন শুধু সময়ের অপেক্ষা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*