আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জানুয়ারি ৷৷ বিগত দিনে কমিউনিস্ট সরকার ত্রিপুরাকে নেশার রাজ্যে পরিনত করেছিল। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে নেশা কারবারিদের দৌরাত্ব বন্ধ করা হয়েছে। শনিবার পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনের পর রাজ্যের অতিথিশালায় আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি জানান, আগামী ২০১৯ লোকসভা নির্বাচনে রাজ্যে আই পি এফ টি’র সাথেই জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবে বিজেপি। তিনি বলেন, রাজ্যের বিজেপি সরকার রাজ্যের জনজাতি উন্নয়ন, রাজ্যের ডিগ্রি কলেজ ও জিবি হাসপাতালের উন্নতিকরণ, বিভিন্ন যোজনা বাস্তবায়িত করা, পরিবহণ ব্যবস্থার উন্নতিকরণ, নেশামুক্ত ত্রিপুরা গড়া, কৃষকদের থেকে সরাসরি আনারস ও ধান কেনা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। ২০১৯ লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের ২টি লোকসভা আসনেই বিজেপি জয়লাভ করবে বলে সাংবাদিক সন্মেলনে তিনি আসা ব্যক্ত করেন।