গোপাল সিং, খোয়াই, ০৬ জানুয়ারি ৷৷ খোয়াই ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে খোয়াই ব্লক কংগ্রেস কর্মীদের নিয়ে এক সন্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে খোয়াই কংগ্রেস ভবনে এই সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে উপস্থিত ছিলেন খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা, জেলা সম্পাদক রাখাল তরপদার, খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি নিখিল চক্রবর্তী, সেবা দলের সভাপতি জুটন দেবনাথ প্রমুখ।