বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জানুয়ারি ৷৷ সাত দিন ব্যাপী জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরের শুভ সূচনা হল সোমবার। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া চরকবাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এদিন সকালে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে সাত দিন ব্যাপী জাতীয় সেবা প্রকল্পের সূচনা করেন জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সেন গৌরী ভৌমিক। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পুলক ভৌমিক, চরকবাই গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভঙ্কা দাস, বাইখোড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব দাস, চরকবাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এই জাতীয় সেবা প্রকল্পের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীদের তাদের লেখাপরার পাশাপাশি নিজেদের জাতীয় সেবামূলক কাজে নিযুক্ত করতে হবে। এই জাতীয় সেবা প্রকল্পের মূল মন্ত্র ‘নট মি বাট ইউ’। এই কথাটি মনে রেখে ছাত্র-ছাত্রীদের সামনের দিকে এগিয়ে যেতে বলেন অতিথিরা।