ঢাকা, ১৪ ডিসেম্বর ।। বাংলাদেশে ট্যাঙ্কর দুর্ঘটনার পর শেলা নদীতে ছড়িয়ে পড়েছে তেল। এর জেরে বিপন্ন বন্য প্রাণ। উদ্বিগ্ন রাষ্ট্রসঙ্ঘ। এ নিয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতের পরিবেশ মন্ত্রক।
শেলা নদীতে গত সপ্তাহে ট্যাঙ্কার দুর্ঘটনার পর সাড়ে তিন লক্ষ লিটারের ফার্নেস অয়েল ছড়িয়ে পড়েছে জলে। সুন্দরবনের আশি বর্গকিলোমিটার জলে এখন শুধু তেল আর তেল।
গাছের তো ক্ষতি হয়েছেই। ক্ষতি হয়েছে বন্য প্রাণেরও। ইরাবতী ডলফিন অভয়াশ্রমের অনেকটা অংশে ডলফিনদের আর তেমনভাবে দেখা যাচ্ছে না। মরা ভাছ আর মরা কাঁকড়া ভেসে উঠছে। তেলের প্রভাব রয়্যাল বেঙ্গল টাইগারের ওপর এখনও লক্ষ্য করা যায়নি বলে জানানো হয়েছে এ রাজ্যের বন দফতরের তরফে। তেল সংগ্রহে নেমেছেন গ্রামবাসীরা। তাতে সম্মতি রয়েছে বাংলাদেশের প্রশাসনেরও। কিন্তু যে পদ্ধতিতে তেল সংগ্রহ করা হচ্ছে, তাতে গ্রামবাসীদের ক্ষতি হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। এদিকে তেল ছড়িয়ে পড়ার পর পরিবেশ নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসঙ্ঘও। পদক্ষেপ নিয়েছে ভারতের পরিবেশমন্ত্রকও। ভারতের উপকূলরক্ষী বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীও নজর রাখছে পরিস্থিতির ওপর।
ছবি ও সূত্র- জি নিউজ।