দেশজুড়ে ট্রেড ইউনিয়নের প্রথম দিনে সচল ত্রিপুরা, জনজীবন ছিল স্বাভাবিক

bandhআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জানুয়ারি ৷৷ ১২ দফা দাবিতে ৮ ও ৯ জানুয়ারি দেশজুড়ে বাম ট্রেড ইউনিয়ন ও কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা ৪৮ ঘণ্টার ভারত বনধের প্রথম দিনে অতিবাহিত হয়েছে। মঙ্গলবার ভারত বনধের প্রথম দিনে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সচল ছিল গোটা ত্রিপুরা। শ্রম আইন সংশোধনের বিরোধিতা, নূন্যতম বেতন বৃদ্ধি, দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধ সহ মোট ১২ দফা দাবিতে দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছে বামপন্থী ১০টি ট্রেড ইউনিয়ন ও ২০টি ফেডারেশন। মঙ্গলবার বনধের প্রথম দিনে রাজ্যে তার প্রভাব সেরকম চোখে পড়েনি। প্রায় স্বাভাবিক ছিল জনজীবন। রাজধানী আগরতলার যান চলাচল থেকে শুরু করে দোকানপাঠ, অফিস আদালত সবই ছিল স্বাভাবিক। যদিও রাজ্য সরকারের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছিল সরকারী ও আধা সরকারী সংস্থাগুলি খোলা রাকার জন্য। শাসকদলের তরফে জোড় প্রচার চালানো হয়েছিল বনধের বিরোধীতা করে।
দেশব্যাপী ধর্মঘটে ত্রিপুরাতে সাড়া না পড়লেও বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর পাওয়া গেছে। এদিকে পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়ার মাধববাড়িতে একটি উপজাতি ছাত্র সংগঠনের যৌথমঞ্চ এন ই এস ইউ (নেসু) সমর্থকদের পথ অবরোধ কিছু বিক্ষিপ্ত ঘটনায় পরিস্থিতি অশান্ত হয়ে যায়৷ সংঘর্ষের জেরে কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় নেসু সমর্থকরা৷ সংঘর্ষ থামাতে শূন্যে গুলি চালায় পুলিশ৷ জারি করা হয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি থমথমে রয়েছে গোটা এলাকায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*