বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ জানুয়ারি ৷৷ এ ডি সি এলাকা বনধের সমর্থনে জাতীয় সড়ক অবরোধ করলো ত্রিপ্রাসা সোসাইটির সদস্যরা। শনিবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর সাঁচীরামবাড়ী নবম বাহিনি টি এস আর ক্যাম্প সংলগ্ন এলাকায় আগরতল-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করলো ত্রিপ্রাসা সোসাইটির সদস্যরা। কোনো প্রকার রাজনৈতিক ছত্রছায়া ছাড়া জাতীয় সড়ক অবরোধ করা হল। ১৯টি সম্প্রদায়ের লোকজনদের সমর্থনে এদিনের এই অবরোধ বলে জানা যায়। এই পথ অবরোধের মূল লক্ষ্য গত ৮ জানুয়ারি জিরানীয়া মাধববাড়িতে গুলিতে ক্ষত বিক্ষত হয় এই সম্প্রদায়ের কিছু সংখ্যক লোকজন। এই ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য সি বি আই তদন্তের দাবিতে এই বনধ ও পথ অবরোধ বলে জানান দলের লোকজনেরা। অপরদিকে সংবাদ মাধ্যমের সামনে সেই দিনের ঘটে যাওয়া ঘটনায় দশরাম পাড়ায় পুলিশের গুলিতে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের মুর্ক্তি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ। এই মূর্তি ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা জানান সংগঠনের লোকজনেরা। এই পথ অবরোধের খবর শুনে ঘঠনাস্থলে ছুটে যান শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডি সি এম সরূপ কুমার পাল, শান্তির বাজারের এস ডি পি ও নির্দেশ দেব। উনারা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়োগ করেন। সংগঠনের লোকজনদের সাথে কথা বলে পথ অবরোধ তুলে নেওয়ার জন্য আহব্বান জানান। এদিকে এডিসি বনধের ডাক দেবার ফলে দক্ষিন ত্রিপুরায় সাপ্তাহিক বড় বাজার মনপাথার বাজার আজ স্তব্ধ হয়ে পরে। এই বাজার ছিলো জন মানব শূন্য।