বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ জানুয়ারি ৷৷ মার্কাজুল উলুম শান্তিরবাজার মনপাথর মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হয় ২য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠান। রবিবার বিকেলে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজার সংলগ্ন এলাকায় মনপাথর মাদ্রাসায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায় হিন্দ কমিটির সভাপতি মাওলানা মুফতী তৈয়ীবুর রহমান, মাওলানা আবুর রহমান আল কাসেমী, শান্তির বাজার জেলা জমিয়ত কমিটির সম্পাদক মহম্মদ এমরাজ মিঞ্চা, বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, বিশিষ্ট সমাজসেবী সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী সুমন দেবনাথ ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শান্তিরবাজার জেলা জমিয়ত কমিটির উদ্যোগে অনুষ্ঠানে আগত সকলের সামনে ১০ দফা দাবি সনদ পেশ করেন। অনুষ্ঠানে বক্তারা শান্তিরবাজার জমিয়ত কমিটির সংগঠের গুরুত্ব কার্যাবলী সম্পর্কে সকলের সামনে উপস্থাপন করেন। অপরদিকে বি এস সি চোয়ারম্যান গৌরিশঙ্কর রিয়াং উনার বক্তবের মধ্য দিয়ে ১০ দফা দাবি সনদ পূরনের পতিশ্রুতি দিয়েছেন।