জাতীয় ডেস্ক ।। গত বুধবারেই লোকসভায় পাশ হয়ে গিয়েছিল আর্থিক ভাবে দূর্বল উচ্চবর্ণের ১০ শতাংশ সংরক্ষণ বিল। বিরোধীদের আপত্তি থাকলেও সংসদের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল উচ্চবর্ণ সংরক্ষণ বিল। সংসদের দুই কক্ষে পাস হওয়ার পর রাষ্ট্রপতির কাছে গিয়েছিল সংরক্ষণ বিল। সংবিধান সংশোধনী ২০১৯-এর সংরক্ষণ বিলকে অনুমোদন দিয়ে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার উচ্চবর্ণের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে এই সংরক্ষণ বিলের অনুমোদন দিয়ে আইনের পথ প্রশস্ত করে দিলেন রাষ্ট্রপতি। আর কোনও বাধা রইল না সংরক্ষণ বিল আইনে পরিণত হতে। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার ফলে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ আইনে রুপান্তরিত হবে এই বিল। সবমিলিয়ে ১৯ কোটি মানুষ এই সংরক্ষণের আওতায় আসবেন।
বর্তমানে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষেরা যথাক্রমে ১৫%, ৭.৫% এবং ২৭% সংরক্ষণের সুবিধা পেতেন। সংরক্ষণ বিল আইনে পরিণত হওয়ার পর এবার থেকে ১০ শতাংশ উচ্চবর্ণেও মানুষও সংরক্ষণের সুবিধা পাবেন।