দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৪ জানুয়ারী ৷৷ উৎসব মানেই আনন্দ। যে কোনো উৎসবের সঙ্গেই জড়িয়ে থাকে মানুষের মিলনের আনন্দ বার্তা। আবার আত্মীয় পরিজনের আগমনে উৎসব পূর্ণতা লাভ করে। রাত পোহালেই পৌষ সংক্রান্তি উৎসব। পৌষের সংক্রান্তির কথা উঠলেই ভেসে উঠে পিঠে, পুলি, পায়েসের রস্নার পরিতৃপ্তি, আর সবুজ শ্যামল গাঁয়ের বাড়ীর বিরাট উঠানে জায়-জননীরা নানা রঙ্গে আলপনা এঁকে নানা আয়োজন করে থাকেন। আগরতলার শহর সংলগ্ন আমতলী এবং লঙ্কামুড়া এলাকায় গিয়ে দেখা গেলো নারীরা বাড়ির উঠোন মাটি দিয়ে লেপে তাতে চালের গুড়ি দিয়ে আলপনা তৈরি করছেন। আবার কেউ কেউ পিঠে তৈরির জন্য চালের গুড়ি তৈরি করছেন। এদিকে আগরতলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা বাতাসা, তিলুয়া, নলেন গুড়, খেজুরের রসের লালি, আখের গুড় সহ পিঠেপুলি তৈরির নানান সামগ্রী নিয়ে বসেছেন। আবার পিকনিকের জন্য এদিন মাছ মাংসের বাজারেও উপচে পড়া ভিড়। পরিবর্তিত পৃথিবীতে এখনো সুদূর গাঁয়ে পৌষ সংক্রান্তির উৎসব নিয়ে আসে আনন্দ বার্তা।