আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি ৷৷ মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেলো প্রশাসন। বুধবার আগরতলার এম বি বি বিমানবন্দর থেকে নেশা সামগ্রী পাচারকালে পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবক। ধৃত দুই যুবকের নাম হল প্রতাপগড়ের সত্যেন্দ্র ঘোষ এবং রাজধানীর গান্ধী স্কুল সংলগ্ন এলাকার মান্না সাহা। পুলিশ তাদের কাছ থেকে ২.৭০ গ্রাম হেরোইন, ৫টি মোবাইল ফোন, ৩ লক্ষ ৫০ হাজার টাকার একটি চ্যাক সহ নগদ ৪ লক্ষ ২৭ হাজার টাকা উদ্ধার করে। জানা যায়, কোলকাতা যাওয়ার জন্য আসলে বিমানবন্দরের সি আই এস এফের তল্লাশিতে ধরা পরে যায় সত্যেন্দ্র এবং মান্না। পরে এয়ারপোর্ট থানায় খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।