আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি ৷৷ উদ্ধার হল প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর। বুধবার দুপুরে এই অজগরের সন্ধান মিলল মেলাঘরের পদ্মঢেপার কালিবাড়ি সিনিয়র বেসিক স্কুল এলাকায়। জানা যায়, এলাকার বাসিন্দা সুমন দাস রাস্তা দিয়ে যাবার সময় আচমকা অজগর সাপটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই সুমন সাপটিকে ধরে ফেলে। সুমন জানায়, সাপটির দৈর্ঘ্য আনুমানিক ১১ থেকে ১২ ফুট হবে এবং সাপটির ওজন হবে প্রায় ২৫ কেজি। তিনি জানান, বিষয়টি স্থানীয় বন দপ্তরে জানানো হয়েছে। বন কর্মীরা আসলে সাপটিকে তাদের হাতে তুলে দেওয়া হবে। মোটা আকারের ওই অজগরটিকে দেখতে পাড়ার লোকজন সহ স্কুলের কচি কাচাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।১২ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি ৷৷ উদ্ধার হল প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর। বুধবার দুপুরে এই অজগরের সন্ধান মিলল মেলাঘরের পদ্মঢেপার কালিবাড়ি সিনিয়র বেসিক স্কুল এলাকায়। জানা যায়, এলাকার বাসিন্দা সুমন দাস রাস্তা দিয়ে যাবার সময় আচমকা অজগর সাপটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই সুমন সাপটিকে ধরে ফেলে। সুমন জানায়, সাপটির দৈর্ঘ্য আনুমানিক ১১ থেকে ১২ ফুট হবে এবং সাপটির ওজন হবে প্রায় ২৫ কেজি। তিনি জানান, বিষয়টি স্থানীয় বন দপ্তরে জানানো হয়েছে। বন কর্মীরা আসলে সাপটিকে তাদের হাতে তুলে দেওয়া হবে। মোটা আকারের ওই অজগরটিকে দেখতে পাড়ার লোকজন সহ স্কুলের কচি কাচাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।