আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি ৷৷ বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি আহুত এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সন্মেলনে বিজেপি’র মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানান, জি এস টি তথা কেন্দ্রীয় করের ক্ষেত্রে রাজ্য সরকার যাতে ৫০% পায় পঞ্চদশ অর্থ কমিশনের কাছে সেই দাবী রাখা হয়েছে। তাছাড়া রাজ্যের কর্মচারিদের দাবীদাওয়া সহ রাজ্যের সার্বিক উন্নতির সাপেক্ষে বেশ কিছু দাবী তুলে ধরা হয়েছে পঞ্চদশ অর্থ কমিশনের কাছে। তিনি জানান, সপ্তম বেতন কমিশন দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের যে অতিরিক্ত খরচ হচ্ছে সেই বিষয়টিকে অর্থ কমিশনের কাছে বেশ গুরুত্ব সহকারে পেশ করা হয়েছে। পাশাপাশি রাজ্যের কর্মচারীরা যাতে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মত হারে বেতন পেতে পারে তার জন্য রাজ্য সরকার দাবী রেখেছে বলে জানান তিনি।