মেমোরেন্ডামের বিভিন্ন খাতে পঞ্চদশ অর্থ কমিশনের গ্রীন সিগন্যাল

pdcআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি ৷৷ বৃহস্পতিবার পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং এক সাংবাদিক সন্মেলনে বলেন, মডেল স্টেট করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, আই টি হাব, বায়োটেকনোলজি, রাবার, ত্রিপুরার ভূগর্ভস্থ গ্যাস, চিটাগাং স্থলবন্দর, স্থল এবং আকাশ পথে যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন এইসব বিষয় রাজ্য সরকার প্রদত্ত মেমোরেন্ডামে স্থান পেয়েছে। তিনি জানান, মেমোরেন্ডামে স্বাস্থ্য খাতের উন্নয়নে আগ্রহপ্রকাশ করেছে সরকার। পাশাপাশি এ ডি সি’র অর্থনৈতিক দিকও স্থান পেয়েছে মেমোরেন্ডামে। তিনি বলেন, ত্রিপুরার মত স্পেশাল ক্যাটাগরি রাজ্য যেখানে ৯০% অনুদান কেন্দ্রীয় সরকার প্রদান করেন, সেখানে বিগত এক বছরে ত্রিপুরা নিজস্ব আয় বাড়ানোর যে চেষ্টা করছে সেটা অত্যন্ত প্রশংসনীয়। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিন্যান্স কমিশনের সম্পাদক অরবিন্দ মেহতা, সদস্য অনুপ সিং ও আশোক লাহিড়ী প্রমুখ।
উল্লেখ্য, বুধবার রাজ্যে আসে পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং এর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল। দলটির সাথে মহাকরণে রাজ্য সরকারের বৈঠক হয়। বৈঠকে পাঁচটি অর্থবছরের জন্য বিভিন্ন পরিকল্পনা, সুযোগ ও সম্ভাবনার কথা পঞ্চদশ অর্থ কমিশনের সামনে তুলে ধরা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মন্ত্রিসভার অন্যান্য সদস্য, সচিব কে গুপ্তা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
পাশাপাশি এদিন রাজ্য অতিথিশালায় বিভিন্ন পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান, নগর সংস্থা এবিসি প্রশাসন এর সঙ্গে পৃথক পৃথক ভাবে আলোচনা করেন পঞ্চদশ অর্থ কমিশনের প্রতিনিধি দল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*