আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি ৷৷ ত্রিপুরাকে ভ্রষ্টাচারমুক্ত করতে রাজ্যে ই-চালান, ই-স্ট্যাম্পিং, ই-ক্লাসরুম, ই-টেন্ডারিং, ই-চৌপাল করা হয়েছে। যেখানে ‘ই’ হয়েছে মানে ডিজিটালাইজেশন হয়ে গেছে। বৃহস্পতিবার রাজধানীর খেজুর বাগানে একটি কমিউনিটি হলের উদ্বোধনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, তিন বছরে ত্রিপুরাকে মডেল রাজ্য বানাবার যে লক্ষ্য রাজ্য সরকার নিয়েছে সেই লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার।
এদিন রাজধানীর খেজুরবাগান এলাকায় নবনির্মিত ‘নয়ুংমা’ কমিউনিটি হলের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজমাতা মহারাণী বিভূ কুমারী দেবী, রাজ্যের উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বিধায়ক রামপদ জমাতিয়া, জমাতিয়া হদা অক্রা পদ্মলীলা জমাতিয়া, জমাতিয়া হদার সম্পাদক বিশ্বজিৎ জমাতিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জমাতিয়া সমাজের কুলদেবতা বাবা গড়িয়ার কাছে প্রার্থনা করে ত্রিপুরাবাসীর জন্য মঙ্গল কামনা করেন।