আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি ৷৷ দু’দিনের রাজ্য সফরে আসছে বিজেপি মহিলা মোর্চার রাষ্ট্রীয় সভানেত্রী বিজয়া রাহাতকর। ত্রিপুরা রাজ্য বিজেপি কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ২১ জানুয়ারি, ২০১৯ রাজ্যে এসে তিনি আগরতলা টাউন হলে একটি সম্মেলনে অংশ নেবেন। বিকেলে তিনি সাংবাদিক সম্মেলনে মিলিত হবেন। পরের দিন অর্থাৎ ২২শে জানুয়ারি, ২০১৯ তিনি উদয়পুরে এক সমাবেশে অংশ নেবেন বলে জানা যায়।