বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য নির্মিত হচ্ছে ১০০ আসন বিশিষ্ট ডাইনিং হল

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ জানুয়ারি ৷৷ জোলাইবাড়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নির্মিত হচ্ছে ১০০ আসন বিশিষ্ট ডাইনিং হল। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শান্তির বাজার আর ডি ডিভিশানের উদ্দ্যোগে এই ডাইনিং হল নির্মিত হচ্ছে। এই বিদ্যালয়ের টিচার-ইন-চার্য মধুসূধন দত্ত এর সঙ্গে কথা বলে জানা যায়, এই বিদ্যালয়ে বর্তমানে ৪৭০ জন ছাত্র পাঠরত অবস্থায় আছে। এই বিদ্যালয়ে গিয়ে দেখা যার বিদ্যালয়ের ছাত্ররা মিড ডে মিলের খাওয়ার বিদ্যালয়ের মাঠে বসে খাচ্ছে। বিদ্যালয়ের শিক্ষকের সাথে কথা বলে জানা যায় ছাত্ররা, প্রতিনিয়ত এই ভাবে খোলা আকাশের নিচে খাওয়ার খেয়ে থাকে। বৃষ্টির দিনে বিদ্যালয়ের বারান্দায় ছাত্রদের খাওয়ার খেতে হয়। এতে করে ছাত্রদের খাওয়ার খেতে বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হয়। এখন বিদ্যালয়ে এই ১০০ আসন বিশিষ্ট ডাইনিং হল নির্মাণ হচ্ছে। ফলে উপকৃত হবে বিদ্যালয়ের ছাত্ররা। বিদ্যালয়ের ছাত্রদের খাবারের জন্য শান্তিরবাজার আর ডি ডিভিশান ২০১৮ এর ২৩শে মে এই কাজটি হাতে নিয়েছেন। এই কাজের দায়িত্বে আছেন জোলাইবাড়ী আর ডি ব্লকের ইঞ্জিনিয়ার সুজিত দত্ত। এই ডাইনিং হল নির্মানের জন্য ২৩ লক্ষ ৭১ হাজার ২৫১ টাকা বরাদ্ধ করা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*