আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি ৷৷ রাজ্যের নির্মীয়মাণ উড়ালপুলের নির্মাণ কাজ পরিদর্শন করতে রাজ্যে এলেন একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুক্রবার সকালে তিন সদস্যকের একটি প্রতিনিধি দল রাজ্যের উড়ালপুলের গুনমান খতিয়ে দেখছেন। প্রতিনিধি দলের সাথে রাজ্যের বাস্তুকাররাও উপস্থিত ছিলেন।