দু’দিন ব্যাপী ৪১তম ককবরক দিবস উদযাপন কর্মসূচির সূচনা

emআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি ৷৷ ১৯শে জানুয়ারি ককবরক দিবস। এই দিবসের অঙ্গ হিসাবে রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাজ্যে দু’দিন ব্যাপী ৪১তম ককবরক দিবস উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন রাজ্যের রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা। ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার, শিক্ষা ও উপজাতি কল্যাণ দপ্তর এবং উপজাতি গবেষণা ও সংস্কৃতি কেন্দ্রের যৌথ উদ্যোগে শুক্রবার প্রথমদিনের কর্মসূচিতে ককবরক সাহিত্যের রূপান্তর – অতীত, বর্তমান, ভবিষ্যৎ এ বিষয়ের উপর বিশিষ্ট ককবরক বুদ্ধিজীবিদের অংশগ্রহণে আলোচনাসভা, কবি সন্মেলন, ছোট গল্প, পাঠ, ক্যুইজ ও নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, শিক্ষা দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক, উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সি কে জমাতিয়া প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*