আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি ৷৷ এবার থেকে সরকারী ন্যায্য মূল্যের দোকানে মিলবে মশুর ডাল। জানা গেছে, ফেব্রুয়ারি মাস থেকে সরকারী ন্যায্য মূল্যের দোকানে মশুর ডাল বন্টন করা হবে। যদিও এই বরাদ্দ কৃত মশুর ডাল জানুয়ারি মাস থেকেই কার্যকর করা হয়। তাই ফেব্রুয়ারি মাসে একসাথে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মিলিয়ে ২ কেজি মশুর ডাল প্রদান করা হবে। জানা যায়, সরকারী ন্যায্য মূল্যের দোকানে এই ডাল প্রতি কেজি পাওয়া যাবে ৪০ টাকা করে। সাংবাদিকদের এই কথা জানান রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব।