আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি ৷৷ গত ৮ জানুয়ারি ১২ ঘণ্টার বনধকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষের স্থল পরিদর্শনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার জিরানীয়াস্থিত মাধববাড়ি ও দশরামপাড়া এলাকা ঘুরে দেখলেন তিনি। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী।এদিন তিনি প্রথমে আগরতলা জি বি হাসপাতালে আহত ৫ জন যুবকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। উল্লেখ্য, ৬ জন আহতদের মধ্যে একজন উন্নত চিকিৎসার জন্য কলকাতায় রয়েছেন।
এদিন হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী চলে যান মাধববাড়ী এলাকায়। সেখানে সংঘর্ষে দিন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকানিদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং তিনি আশ্বাস দেন তাদেরকে সরকারিভাবে আর্থিক সহায়তা করা হবে। সেখান থেকে তিনি জিরানীয়াস্থিত এন আই টি সংলগ্ন স্থান এবং দশরামপাড়া এলাকায় গিয়েও সেদিনের ক্ষতিগ্রস্ত দোকান ও রাজ্যের প্রয়াত মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তির ভাঙ্গা অংশ পরিদর্শন করলেন।
পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ঐদিন যাদের গুলি লেখেছে তাদেরকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে এবং তাদের চিকিৎসার খরচ বহন করবে সরকার। আগুনে ক্ষতি হওয়া দোকানগুলির জন্য প্রাথমিকভাবে ৫ থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হলেও তাদের আরো ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বিধায়ক সুশান্ত চৌধুরী প্রমুখ।
