আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি ৷৷ নানা আয়োজনে রাজ্যে অনুষ্ঠিত হল ৪১ তম ককবরক ভাষা দিবস। দু’দিন ব্যাপী নানা কর্মসূচির অংগ হিসেবে শনিবার সকালে রাজধানীর রাজধানীর উমাকান্ত একাডেমী মাঠে উদযাপিত হল মূল অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রমুখ।
শনিবার ৪১ তম ককবরক ভাষা দিবসে রাজধানীর রাজধানীর উমাকান্ত একাডেমী মাঠে থেকে একটি শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। এই শোভাযাত্রায় রাজ্যের মূখ্যমন্ত্রীও অংশ নেন।