আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি ৷৷ অনুষ্ঠিত হল ভারতীয় মজদুর সংঘের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন। রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে গেলে মডেল ত্রিপুরা গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র। এদিনের ভারতীয় মজদুর সংঘের প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে সংঘের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বও উপস্থিত ছিলেন।