আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি ৷৷ ২০শে জানুয়ারি (রবিবার) থেকে শুরু হল রাজ্যের সবচেয়ে বড় আমন্ত্রণমূলক পদ্মজং ফুটবল টুর্নামেন্ট। গত ২০ বছর আগে বন্ধ হওয়া অবিভক্ত উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বীরবিক্রম ইনস্টিটিউশন মাঠে শুরু হয়েছে পদ্মজং মেমোরিয়াল আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা। এদিন এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেন এবং ক্রীড়া প্রেমিরা।